আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে কুমারী-ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিলের উদ্ধোধন করা হয়।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে খাদ্য বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। ম্যানেজিং কমিটির সভাপতি রানা উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মাসুদুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দ. রাকিবুস সালেহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুবলীগ নেতা মকলেছুর রহমান, শাহাবুল হক, শিক্ষক মোস্তফা শফিউল্লাহ, জামাল উদ্দিন, শামীমা নাসরিন, জহুরুল ইসলাম, নাজমুল হুদা, সাইদুজ্জামান প্রমুখ।