আমরা তন্দ্রাচ্ছন্ন ছিলাম তাই আমাদের তরুন সমাজ মাদকের থাবায় ক্ষতবিক্ষত

মেহেরপুরকে মাদকমুক্ত ঘোষণাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন

মেহেরপুর অফিস: দেশের প্রথম জেলা হিসেবে মেহেরপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার শপথ করলেন মেহেরপুরবাসী। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ আয়োজনে মাদকবিরোধী সমাবেশে এ শপথ নেন তারা। এতে শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব)। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, দেশের প্রায় ৭০ লক্ষ মানুষ মাদকে আক্রান্ত। যা দেশের জনসংখ্যার শতকরা সোয়া চার ভাগ। তিনি বলেন, যখন আমরা তন্দ্রাচ্ছন্নভাবে ছিলাম তখন আমার সোনার ছেলেরা, আমাদের তরুণ সমাজ, আমাদের যুবশক্তি মাদকের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। মেহেরপুরের মুজিবনগরে যেমন স্বাধীন বাংলাদেশের সুর্যোদয় হয়েছিলো তেমনই মেহেরপুরকে প্রথম মাদকমুক্ত করে মাদকমুক্ত জেলা ঘোষণা করা হবে। মেহেরপুরের মানুষ যেনো গর্ব করে বলতে পারে দেশের মাদকমুক্ত জেলার মধ্যে মেহেরপুর প্রথম মাদকমুক্ত জেলা। আমরা বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুর থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই। তিনি সমাবেশে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। মাদক নিয়ন্ত্রণ করতে ইয়াবা ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-সহ আরও কঠোর আইন ও জনবল বৃদ্ধি করে একটি শক্তিশালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গঠনের কাজ চলছে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহমেদ, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হাসিবুর রহমান শিবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মিজানুর রহমান। সমাবেশের শুরুতে নেপালে বিমান বিধ্বস্তে নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের গার্লস-ইন স্কাউটস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।