শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিতি ও পাঠোন্নতি নিয়ে জীবননগর ডিগ্রি কলেজে মতবিনিময়সভা

জীবননগর ব্যুরো: কলেজে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ও পাঠোন্নতি বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার জীবননগর ডিগ্রি কলেজে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মোহা. আলী আখতারের সভাপতিত্বে দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
মতবিনিময়সভায় এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জসীম উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক সুবোধ কুমার অধিকারী, এইচএসএম জামানুল ইসলাম ও প্রভাষক ইউনুছ আলী। সভায় ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের পাঠে অধিকতর মনোযোগী করে তোলা, বাংলা, ইংরেজি এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে অতিরিক্ত ক্লাস গ্রহণ, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রতি ১০ জন ছাত্র-ছাত্রীর জন্য একজন শিক্ষক নিযুক্ত করে অভিভাবকদের সাথে যোগাযোগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কার্যক্রম বাস্তবায়ন করতে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন উপাধ্যক্ষ জসীম উদ্দিন আহমেদ। সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, এইচএসএম জামানুল ইসলাম, প্রভাষক ইউনুছ আলী, আল হাসান মো. আব্দুস সালাম, মতিয়ার রহমান ও প্রভাষক জসীম উদ্দিন।