মাথাভাঙ্গা মনিটর: নেপালে বিমান দুর্ঘটনায় শোকাহত বাংলাদেশ। দেশের সব মানুষের সঙ্গে ক্রীড়াঙ্গনেও বইছে শোকের আবহ। শোকের ছায়া পড়েছে টাইগার শিবিরেও। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বুধবার ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে খেলতে নামবেন টাইগাররা। এ ব্যাপারে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আসলে এটা (নেপালে বাংলাদেশি বিমান দুর্ঘটনা) খুবই মর্মান্তিক ঘটনা। খুব বেদনাদায়ক। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, সেজন্য দোয়া করি। পাশাপাশি তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এ ঘটনায় আমরা আজ কালো ব্যাজ পরে খেলতে নামবো।’