ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা বটতলা হতে পীরপুরকুল্লা নতুনপাড়া পর্যন্ত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৩ কিলোমিটার পাকা এ রাস্তাটিতে হাজারও খানা-খন্দের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে পীরপুরকুল্লা গ্রামের প্রায় ৩-৪ হাজার জনসাধারণসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। অনেক সময় বিদ্যালয়, কলেজসহ চাকরিজীবী ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে ঠিকমত সময়ে পৌঁছুতে পারে না। রোগীদের বেলায় তো কষ্টের সীমা নেই। দ্রুত এ সড়কটি সংস্কার করে জনসাধারণের ভোগান্তি লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।