দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতায় বসতভিটার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উভয়পক্ষই মামলা দায়ের করেছেন। একপক্ষের লোকমান হাকিম বাদী হয়ে প্রতিপক্ষ আলাউদ্দীন, তার ছেলে রাশিদুল, ভাই কামু, স্ত্রী মাজেদা খাতুন এবং প্রতিবেশী জান মোহাম্মদের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ছাড়া আরেকপক্ষের আলাউদ্দীন বাদী হয়ে প্রতিপক্ষ লোকমান হাকিম, ভাগ্নে মিঠু, ভাতিজা ইব্রাহিম, বোন আয়শা খাতুনসহ ৬ জনের নামে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে নতিপোতায় বসতভিটার জমির বেড়া সরানো কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৬ জন গুরুতর রক্তাক্ত জখম হয়। আহতদের মধ্যে একপক্ষের লোকমান হাকিম, তার বোন আয়শা খাতুন এবং ভাগ্নে মিঠুকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে) চিকিৎসাধীন রাখা হয় এবং ভাতিজা ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। এ ছাড়া অপর পক্ষের আলাউদ্দীন ও তার ছেলে রাশিদুল রক্তাক্ত জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। আহতদের মধ্যে লোকমান হাকিমের মাথার পিছন দিকে দুস্থানে মোট ১২ টি, বোন আয়শা খাতুনের বাম হাতের তালুর উপর ১২ টি, ছেলে মিঠুর মাথার পেছন দিকে ৫টি সেলাই দেয়া হয়। এবং ইব্রাহিমের মাথায়সহ শরীরে প্রচ- আঘাত লাগায় অনবরত বমির সাথে রক্ত বের হতে থাকায় তাকে চিৎলা হাসপাতাল থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। এ ছাড়া অপর পক্ষের আলাউদ্দীনের মাথায় ৫টি এবং ছেলে রাশিদুলের মাথায় একইস্থানে উপর নিচে মোট ২০টি সেলাই দেয়া হয়।