টিপ্পনী

এখন বুঝি

আহাদ আলী মোল্লা

জাল বাবাজি জাল বাবাজি
তোমার এমন হাল বাবাজি
দেখবে কে আর কও,
শিক্ষা নিয়ো দিক্ষা নিয়ো
মানুষ যদি হও।

সারা জীবন ধরলে চুরি
শেষে নিজেই করলে চুরি
ব্যাপারখানা কী;
চুরির কথা শুনে তোমার
লাজ করে না ছি!

এইভাবে হয় পোয়া বারো
ছটাক থেকে সোয়া বারো
আঙুল ফুলে গাছ;
এখন বুঝি কিভাবে খাও
মাংস পোলাও মাছ।

সূত্র: (জাল কাগজপত্র করে মোটরসাইকেল বিক্রির অভিযোগ)