ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাংলার মুখ সংগঠনের কমিটি বিলুপ্ত ভেঙে দেয়া হয়েছে। গত শুক্রবার ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক টিএম আজিবর রহমান মোহন নতুন কমিটি গঠনের লক্ষ্যে পুরানো কমিটি ভেঙে দেন। এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি চাঁদ আলী। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমএস উজ্জ্বল, কৃষকলীগ নেতা আশরাফুল ইসলাম, বাংলার মুখের যুগ্ম সম্পাদক প্রশীত মজুমদার, মতিয়ার রহমান, বিএম রাজিব হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দিদার। প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক টিএম আজিবর রহমান মোহন জানান, বাংলার মুখ সংগঠনটিকে আরও গতিশীল করার তাগিদে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো তবে খুব শীঘ্রই নতুন কমিটি প্রকাশ করা হবে।