হাসাদাহ প্রতিনিধি: জীবননগর হাসাদাহ বাজারে দিনে দুপুরে বাইসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিয়ে ঘটনাটি ঘটে।
জানা গেছে, জীবননগর উপজেলার হাসাদহ বাজারের আব্দুল খালেকের তৌফিক ট্রেডার্সের নামে একটা দোকান রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তা ছেলে তৌফিক দোকানের সামনেই বাইসাইকেল রেখে চলে যায়। এ সময় চোর বাইসাইকেল চুরি করে নিয়ে নিয়ে যায়। তৌফিক ট্রেডার্সের সিসি ক্যামেরায় ধরে পড়ে চুরি ঘটনা।