কবীর দুখু মিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজার এলাকা। সকাল থেকে গভীররাত পযর্ন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটাদের দ্বারপ্রান্তে ঘুরে মতবিনিময় এবং নিজেদের পক্ষে ভোট নেয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল হাওলাদার। তিনি প্রতিবেদককে জানায়, এই নির্বাচনে ৪শ ৯৯জন ভোটার সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট শান্তিপূর্ণ পরিবেশে লক্ষ্যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০মার্চ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই নির্বাচন পরিচালনা করাসহ পরিদর্শনে স্থানীয় প্রশাসন উপস্থিত থাকবে। সভাপতি ১টি পদে ২জন প্রতিদ্বন্দি¦তা করছেন এ নির্বাচনে। প্রার্থীরা হলেন এএনএম আশিফ মিয়া (মাছ) ও আবুল কালাম আজাদ মিন্টু (বাইসাইকেল) প্রতীকে। সহসভাপতি ১টি পদে ৫জন প্রতিদ্বন্দি¦তা করছেন মো.মাশকুর রহমান বাবলু (ছাতা), ইমরান হোসেন (চেয়ার), আনোয়ার হোসেন নয়ন (আনারস), আল আমীন (তালাচাবি) ও মফিজুর রহমান (খেজুরগাছ) প্রতীকে। সাধারণ সম্পাদক ১টি পদে ২জন প্রতিদ্বন্দি¦তা করছেন আরিফ আহমেদ (মই) ও তারিকুজ্জামান (মোরগ) প্রতীকে। অর্থবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দি¦তা করছেন খোরশেদ আলম (গরুরগাড়ি) ও মনিরুল ইসলাম (আম) প্রতীকে। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দি¦তা করছেন ফারুক হোসেন (ক্রিকেট ব্যাট) ও হাবিবুর রহমান (ফুটবল) প্রতীকে। বিনা প্রতিদ্বন্দি¦তা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দফতর সম্পাদক পলাশ, প্রচার সম্পাদক আজাদ, সহকারী সাধারণ সম্পাদক গোলাম মজিদ, সদস্য পদে আরিফুল ইসলাম, জাহিদুল হক, লাল মিয়া ও ওয়াজেল ম-ল।