কুষ্টিয়া প্রতিনিধি: ‘সুস্থ দেহ সুন্দর মন, এসো সবে করি ক্রীড়া অনুশীলন’ এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহব্বত হোসেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি তদন্ত আজিজুল ইসলাম, ওসি ডিবি ছাব্বিরুল ইসলাম, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।