বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মো.আশাবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিক। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর আ.লীগের সাধারণ সম্পাদক আ. লতিফ সরদার, প্রধান শিক্ষক হাজি আবু বকর সিদ্দিকী, বিদ্যোৎসাহী সদস্য কবীরজ্জোহা টোটন, মেম্বার মকলেসুর রহমান ও শাহাজান আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোমিন মাস্টার।