আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হাড়োকান্দি-বলেশ^রপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ ক্রীড়া প্রতিযোগিতা এবং ১২ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোচনাসভায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার আব্দুল বারী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস আর এ এম গোলাম নুরু। বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল হাসান, হাড়োকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। সহকারী শিক্ষক রবগুল আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য রিয়াদ হাসান, সমাজসেবক আলতাফ হোসেন, মিনাজ উদ্দিন মালিথা, সাবান আলী, সকিনা খাতুন, সাবেক শিক্ষক উসমান আলী, বিদ্যালয়ের শিক্ষক সানোয়ার হোসেন, আব্দুল হামিদ ও হাসেম আলী। আলোচনাসভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।