আলমডাঙ্গা ব্যুরো: রাজশাহীর একতা এন্টারপ্রাইজের চুরি হওয়া ট্রাক আলমডাঙ্গা থানা পুলিশ আলমডাঙ্গা উত্তরা ফিলিং স্টেশন থেকে উদ্ধার করেছে। গত ১১ মার্চ রাতে চুরি হওয়া ট্রাকটি গতকাল সোমবার সকালে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, রাজশাহী হোসনেগঞ্জ দাসপাড়ার ইলিয়াস হোসেনসহ ৭ জন মিলে একতা এন্টারপ্রাইজ ও একতা ফল ভা-ার নামে ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন। তারা বাইরে থেকে ট্রাকযোগে ফল নিয়ে এসে বিক্রি করে। গত ১১ মার্চ রাতে (ঢাকা মেট্টো ট-২০-৫২৬৫) ট্রাকটি ফল নামিয়ে ছোটবন গ্রাম ১২ রাস্তার পাশে গ্যারেজে রেখে ড্রাইভার বাড়ি চলে যায়। রাত আনুমানিক ১টার দিকে নাইট গার্ডকে ওই সংঘবদ্ধ ট্রাক চোর ট্রাক নিয়ে গেলাম বলে ট্রাক নিয়ে চলে আসে। সকালে আলমডাঙ্গা উত্তরা ফিলিং স্টেশনে রেখে চোর চক্র পালিয়ে যায়। একতা এন্টারপ্রাইজের ৩ পার্টনার ভারত যাওয়ার জন্য প্রাইভেট কারযোগে দর্শনা যাওয়ার পথে উত্তরা ফিলিং স্টেশনে ট্রাকটি দেখতে পেয়ে ড্রাইভারকে ফোন করে। ড্রাইভার বলেন, ট্রাক গ্যারেজে রেখে বাড়ি এসেছি। পরে তারা আলমডাঙ্গা থানাতে জানালে থানা পুলিশ দ্রুত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা সূত্রে জানা গেছে, ট্রাকের কাগজপত্র নিয়ে আসলে যাচাই-বাছাই করে মালিকের কাছে হস্তান্তর করা হবে।