স্টাফ রিপোর্টার: মেহেরপুর হরিরামপুরের জাহিদুলকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পোস্ট অফিসের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, মেহেরপুর হরিরামপুরের মৃত এরশাদ আলির ছেলে জাহিদুল ইসলাম। সে একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে পোস্ট অফিসের সামনে অভিযান চালান। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা পরিবহন থেকে জাহিদুলকে আটক করে পুলিশ। একই সাথে তার কাছে থাকা ব্যাগের ভেতর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।