মেহেরপুর অফিস: মেহেরপুরে অসহায় ও দুস্থদের মাঝে গরু প্রদান করা হয়েছে। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার ৫জন অসহায় ও দুস্থদের মঝে গরু প্রদান করা হয়। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক পরিমল সিংহ ৫জন অসহায় ও দুস্থদের হাতে গরু তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, সদর উজেলার বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।