বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালান আকন্দবাড়িয়া গ্রামের তমালতলায়। অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দৌলাতদিয়াড়ের বিপ্লব এবং সেবনকারী হিসেবে মাগুরার আবু হুরাইয়া, ইন্দ্রজিৎ ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছেন। ফেনসিডিলসহ গ্রেফতারকৃত বিপ্লবের বিরুদ্ধে মামলা দায়ের এবং সেবনকারীদেরকে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের তমালতলা নামকস্থানে। এসময় পুলিশ হাবলুর দোকানের সামনে থেকে চুয়াডাঙ্গা পৌর শহরের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার বদর উদ্দিনের ছেলে বিপ্লব হোসেনকে ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। একই সময় একই স্থান থেকে ফেনসিডিল সেবনের অপরাধে মাগুরা জেলার শালিকা উপজেলার উজ গ্রামের আমিনুর রহমানের ছেলে আবু হুরাইয়া, ভটারাইল গ্রামের সোমনাথের ছেলে ইন্দ্রজিৎ এবং মিতারালপুর গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন। ফেনসিডিলসহ গ্রেফতারকৃত বিপ্লবের বিরুদ্ধে মামলা দায়ের এবং সেবনকারী হিসেবে আবু হুরাইয়া, ইন্দ্রজিৎ ও জাহাঙ্গীর আলমকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে পুলিশ।