মাথাভাঙ্গা মনিটর: নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান তাড়া করে জয় কুড়ায় বাংলাদেশ। ৩৫ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন মুশফিক। এতে মুশফিক হাঁকান ৫ চার ও চারটি ছক্কা। গত রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মুশফিককে বিশাল ছক্কা হাঁকাতে দেখে তিনি অবাক হয়েছেন। বিসিবি সভাপতির এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মুশফিক বলেন, আমার মনে হয়, এই ইনিংসের পর তিনি জানলেন, আমিও এমন খেলতে পারি। আমার মনে হয় তিনি সব সময় আমার ভিন্ন খেলাটা দেখেছেন। দীর্ঘদিনের পরিশ্রম যখন ফল দেয় তার অনুভূতিটাও আলাদা। আমার মনে হয় না তিনি (নাজমুল হাসান) আমাদের অনুশীলন দেখেছেন। আমাদের এটা সবসময়ই করতে হয়। আমার খেলায় আমি নিজে অবাক নই। নিজের ওপর বিশ্বাস না থাকলে খেলার মাঠে দেয়া কঠিন। আর সত্যি কথা বলতে, ব্যাটিং সহায়ক পিচে এমন ইনিংস খেলে উদযাপনটা আমার একটু বাড়াবাড়িই হয়ে গেছে। দলের কাউকে না কাউকে এমন ইনিংস খেলতেই হতো।