মাথাভাঙ্গা মনিটর: অবশেষে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০০৯ সালের পর ফের ক্রিকেট মানচিত্রে ফিরতে যাচ্ছে করাচি। এপ্রিলের শুরুর দিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে লাহোর আন্তর্জাতিক স্টেডিয়ামে জঙ্গি হামলার শিকার হয়েছিলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। মর্মান্তিক সেই ঘটনার পর থেকে দীর্ঘ দিন ধরেই নিরপেক্ষ ভেন্যুতে ঘরের ম্যাচগুলো খেলে আসছিলো পাকিস্তান।