মাথাভাঙ্গা মনিটর: বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গত রোববার দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গতকাল সোমাবার মিরপুর অনুশীলন করেছেন বিশ্বসেরা এ ক্রিকেটার। এদিন মিরপুরে কিছু সময় ব্যাটিং করার পর ইনডোরে কিছু সময় মেশিনে বোলিং প্র্যাকটিস করেন তিনি। ব্যাটিং, বোলিংয়ের পর কিছু সময় ক্যাচ প্র্যাকটিসও করেন বাংলাদেশ দলের অধিনায়ক। নিজের ইনজুরি নিয়ে সাকিব বলেন, ‘দেখা তো যাচ্ছে ভালোই। দেখা যাক কী হয়।’ পুরোপুরি অনুশীলনে ফিরতে সাকিবের আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।