দুর্নীতি প্রতিরোধে সততা সংঘ ও সততা স্টোর চালু করা হয়েছে

জীবননগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভায় দুদক উপপরিচালক

জীবননগর অফিস: আগামী ২৬ মার্চ হতে ১ এপ্রিল সারা দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। জীবননগর উপজেলায় এ সপ্তাহ পালন উপলক্ষে গতকাল সোমবার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি বিরোধ এ প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক লুৎফর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ এগিয়ে চলেছে। ডিজিটাল সুযোগ-সুবিধা ভোগ করছে এ দেশবাসী। এর সাথে পাল্লা দিয়ে দুর্নীতিও ডিজিটালভাবে হচ্ছে। সরকার দুর্নীতি প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে দুর্নীতি প্রতিরোধে প্রতিটি স্কুলে সততা সংঘের মাধ্যমিক কমিটি গঠন ও সততা স্টোর চালু করা হয়েছে। যাতে কোমলমতি শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন থেকেই দুর্নীতিকে না বলতে শেখে।
দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন দুদকের কুষ্টিয়া সহকারী পরিদর্শক শফিউল্লাহ, সহকারী উপপরিদর্শক বাসেত আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু। এছাড়াও সভায় প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা উম্বত আলী, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, হাসাদাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ই¯্রাফিল হোসেন, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব হোসন, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রাব্বী, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন সন্টু, উথলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছানোয়ার হোসেন, ঊষার সমন্বয়কারী আলমগীর হোসেন ও সাংবাদিক সালাউদ্দিন কাজল এসময় উপস্থিত ছিলেন। সভায় দুর্নীতি প্রতিরোধে সপ্তাহব্যাপী কর্মসূচিতে র‌্যালি, মানববন্ধন, আলোচনাসভা, মতবিনিময়সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী ভিডিও ক্লিপ ও ডিসপ্লে প্রদর্শণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।