মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করেছে ৫৬ জন।
গত ১১ মার্চ রোজ রোববার জেলা প্রশাসকের মাসিকসভার তথ্য সূত্রে জানা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আত্মহত্যার সংখ্যা ৫৬ জন। উপজেলার মধ্যে ঝিনাইদহ সদরে ১৮ জন, শৈলকুপায় ১৪জন, হরিণাকু-ু ৫ জন, কালীগঞ্জ ১০জন, কোটচাঁদপুর ৫জন এবং মহেশপুর ৪জন জন আত্মহত্যা করে মারা গেছে। জেলা প্রশাসক জাকির হোসেন আত্মহত্যা প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।