স্টাফ রিপোর্টার: জীবননগর দৌলতগঞ্জের শেখ আবুল কালাম আজাদকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে দেড় কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীববনগর উপজেলার দৌলতগঞ্জের মৃত আকবর আলী শেখের ছেলে শেখ আবুল কালাম আজাদ। সে এলাকায় চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। গতকাল সোমবার দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।