স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কারিগরি মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ আলোচনাসভার আয়োজন করা হয়। ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাজেদুর রহমান বুলুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সনোলজিস্ট ডা.শিরিন জেবিন সুমি। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, হেলথ এইড মেডিকেল সেন্টারের আনিছুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন, আমরা যার যার স্থানে থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবো। আমরা তাড়াহুড়ো করে ভুল রিপোর্ট দেবো না। একদিন হয় তো আমার নিজের শরীরের পরীক্ষা করানো রক্তের পরীক্ষাটিও ভুল হতে পারে।