কোটচাঁদপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিসহ অন্যান্য কমিটির মাসিকসভা গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনায় অংশ নেন উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, থানার উপ-পরিদর্শক ব্রজ বল্লভ, সাবদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ও প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম। সভায় আইনশৃঙ্খলা বিষয়ে নানাবিধ আলোচনা হয়। এছাড়াও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, মানবপাচার প্রতিরোধ কমিটি, যৌতুক নিরোধ প্রতিরোধ কমিটি, কিশোর অপরাধ ও সংশোধন সংক্রান্ত টাস্কফোর্স এবং উপজেলা আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত হয়।