ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও কোলা গ্রাম থেকে গাঁজাসহ দু’মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান ও কোলা গ্রামের মৃত রহমান শেখের ছেলে মিন্টু শেখ। গতকাল সোমবার সকালে তাদের আটক করা হয়। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রামচন্দ্রপুর ও কোলা গ্রামে মাদকব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রাম থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ লুৎফর রহমান ও কোলা গ্রাম থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ মিন্টু শেখকে আটক করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।