জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির মধুপুর বাজারে পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্দ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা জোবেরিয়া চৌধুরী। বক্তব্য রাখেন জামজামি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএ মান্নান, জামজামি ইউপি সদস্য আনিছুজ্জামান, রবজেল হোসেন, শরিফ উদ্দিন, হাসিবুল ইসলাম, শাবলু হুজুর, জাফিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলা পানি উন্নয়ন বোর্ডের উপদর্শক হাফিজুর রহমান।
সভা ও সমাবেশে শেষে সর্ব্বসম্মতিক্রমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের টি-১/এস-১২বিজি সেচখালের আওতাধীণ পানি ব্যবস্থাপনা কমিটির ১২সদস্য বিশিষ্ঠ্য কমিটি করা হয়। কমিটিতে
সভাপতি মধুপুর গ্রামের গোলাপ উদ্দিন ও পাঁচলিয়া গ্রামের রোকনুজ্জামান নয়ন সাধারণ সম্পাদক,
সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্নসম্পাদক আঃ রশিদ আব্দার, কোষাধ্যক্ষ মধুপুরের আলমগীর হোসেন। সদস্যরা হলেন, শরিফুল ইসলাম, আনিচুর রহমান, বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল গণি ম-ল, মহিলা সদস্য – খালেকুন্নাহার, হাসিনা খাতুন।