আলমডাঙ্গায় ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীনেশ কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড আব্দুর রশিদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুসা, হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, মুক্তিযোদ্ধা আহসান মৃধা, লিয়াকত হোসেন মোল্লা লিপু। পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর আব্দুল গাফফার, কাউন্সিলর হাসান, আওয়ামী লীগ নেতা ডা. অমল কুমার বিশ^াস, গোপাল মজুমদার, মানোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা জাফর উল্লাহ, বাবু মুন্সি, যুবলীগ নেতা আসাদুল হক ডিটু, সাইফুর রহমান পিন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরদার, যুবলীগ নেতা বিশ^জিৎ সাধুখাঁ, হাসেম, ফারুক, উজ্জ্বল, মনি, শাহিন, দিলু ও আলামীনসহ ৩নং ওয়ার্ডের কয়েকশ’ নারী-পুরুষ।