মাথাভাঙ্গা মনিটর: শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গতকাল রোববার একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এ খবর দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যায়, একটি যুদ্ধবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ধোঁয়া ছেড়ে দ্রুত দিগন্তে মিলিয়ে যাচ্ছে।
জানা গেছে, ‘কিঞ্চাল’ নামক ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে আঘাত হানতে সফল হয়েছে। কিঞ্চাল মানে হচ্ছে খঞ্জর বা ছুরি। এ মাসের শুরুতেই এক ভাষণে একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘অপ্রতিরোধ্য’ পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির কথা পৃথিবীকে জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেগুলো যুক্তরাষ্ট্র বা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো যাবে না। কিঞ্চাল ওইসব ‘অপ্রতিরোধ্য’ অস্ত্রের একটি। এটিকে ‘আদর্শ অস্ত্র’ হিসেবে বর্ণনা করেন তিনি। কিঞ্চাল শব্দের দশগুণ বেশি গতিতে দুই হাজার কিলোমিটার (বারশো মাইল) দূরে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক গতি এবং মিগ-৩১ বিমানের ফ্লাইট ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য কিঞ্চাল ক্ষেপণাস্ত্রকে অনন্য করে তুলেছে। এ ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় সাত হাজার ৬৭৩ মাইল বেগে ছুটতে পারে। ক্ষেপণাস্ত্রটিকে ভূমি ও আকাশের লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য ব্যবহার করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।