মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশ প্রথম ম্যাচে। ৫-০ গোলে জিতে ছিলো হকি দল। এশিয়ান গেমস বাছাইয়ের পুল ‘এ’র খেলায় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষ হংকংয়ের জালে পাঁচবার বল পাঠালো। অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল তারা। সেখান থেকে ৫-১ গোলে জিতলো জিমি-চয়নরা। ওমানের সুলতান কাবুস কমপ্লেক্সের মাঠে গতকাল রোববার রাতে হংকংয়ের বিপক্ষে প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ে মাহবুব হারুনের দল। ইউফেলিক্স চিহিম পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন হংকংকে। তবে তিন মিনিটের মধ্যে দুটি গোল আদায় করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ডিফেন্ডার আশরাফুল ইসলাম করেন ২-১। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলই দলকে এগিয়ে নেন ৩-১ গোলে। আর ৫৮ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি আক্রমণ থেকে চতুর্থ গোলটি করেন। শেষ মিনিটে মিলন হোসেনের স্টিক থেকেই এসেছে পঞ্চম গোলটি। এ নিয়ে হংকংয়ের বিপক্ষে বিভিন্ন আসরে টানা ৫ ম্যাচ জিতলো বাংলাদেশ। আগামী ১৩ মার্চ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচ খেলবে লাল-সবুজ দল।