ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুরে মেরিনা খাতুন (১৭) নামের সদ্য শেষ হওয়া এক এসএসসি পরীক্ষার্থী ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার কোনো সন্ধান মিলাতে পারছে না। ঝিনাইদহ মহেশপুর উপজেলার শ্রীপুর গ্রামের রিয়াজুল হকের কন্যা এসএসসি পরীক্ষার্থী মেরিনা খাতুন গত ২৫ ফেব্রুয়ারি সকালে আল-হেলাল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে মেরিনা খাতুন আর বাড়ি ফেরেনি। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেও পরীক্ষা দেয়নি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ২৬ ফেব্রুয়ারি ০১৯০৬-৫৯৫৪২০ ও ০১৭৯৬-৩৩২০৮৫ নম্বর মোবাইল ফোন থেকে ২ বার বাড়িতে ফোন করে কান্নাকাটি করে। কোনো উপায় না পেয়ে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী মেরিনা খাতুনের পিতা ২৮ ফেব্রুয়ারি মহেশপুর থানায় একটি জিডি করেন। নিখোঁজের ১৫ দিন অতিবাহিত হলে এখনও তার কোনো সন্ধান মেলেনি। এ ব্যাপারে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী মেরিনা খাতুনের পিতা রিয়াজুল বলেন, গাড়াপোতা গ্রামের দাউদ মোল্লার ছেলে শাহীন আমার মেয়েকে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও উত্ত্যক্ত করতো। আমার ধারণা শাহীনই আমার মেয়েকে অপহরণ করেছে। আবার এলাকার অনেকে বলছেন গাড়াপোতা গ্রামের শাহিনের সাথে মেরিনা খাতুনের প্রেম ছিলো। তারা দুজন একসাথে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে। মহেশপুর থানার ওসি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মহেশপুর থানায় একটি জিডি হয়েছে। মেরিনাকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রেখেছি।