জীবননগর রায়পুরে মামার সাথে আখের রস বিক্রি করতে এসে আঙ্গুল হারিয়েছে ভাগ্নে

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর রায়পুরে মামার সাথে আখের রস বিক্রি কারার সময় ভাগ্নের হাতের আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। গতকাল রোববার রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর বাঁকা পশ্চিমপাড়ার গ্রামের আজিজুলের ৭ বছরের শিশু সন্তান আলামিন। তার মামা ইউনুস আলীর মেশিনের মাধ্যমে আখ পিষ্ট করে রস বিক্রি করে। গতকাল রোববার রায়পুর সাপ্তাহিক হাটে ইউনুস রস বিক্রি করছিলো। সাথে ছিলো ভাগ্নে আলামিন। ইউনুসকে সহযোগিতা করছিলো তার ভাগ্নে আলামিন। এসময় অসাবধানতাবসত আলামিনের হাতের আঙ্গুল মেশিন চলে যায়। এতে তার আঙ্গুল কেটে পড়ে যায়। তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।