স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও দামুড়হুদার ১০ টাকা কেজি দরের চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ক্ষুধা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১০ টাকা কেজি চাল বিক্রি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহমেদ হাসানুজ্জামান মানিক, চুুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, ডিলার মুকুল মিয়া, আবু তালেব, আহমেদ আলি, চুুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি কৃষি উপসহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জুয়েল হোসেন, হৃদয় আহমেদ, ইমরান আলি ও তামিন মিয়া।
অপরদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী বদরগঞ্জ বাজারে ১০ টাকা কেজি চাল বিক্রি পরিদর্শন বরেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার এলাহি মোল্লা, আলতাফ হোসেন ও খাদ্য পরিদর্শক মখলেসুর রহমান।
কুড়ুলগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে আবার ১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউনিয়নের একই সাথে ৩ স্পটে মোট ১ হাজার ৭৬৩ জন কার্ডধারী দুস্থদের মাঝে একযোগে ওই চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার আয়ুব হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপু, নাজমুল, সুমন, আরিফ।
দর্শনা অফিস জানিয়েছে, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। গতকাল রোববার সকাল ১০টার দিকে উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বরকত আলী, ইসকাত আলী, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, জিয়াউল হক, হারুন অর রশিদ, আহসান হাবীব, খায়রুল বাসার, সোহরাব হোসেন প্রমুখ।