স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আজিজুর রহমান পিন্টু জামিনে মুক্ত হয়েছে। মাসুদুল হক মাসুদ স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে আসেন। এসময় জিলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদু ইসলাম বিশ্বাস ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানো সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আইনুর হোসেন পঁচা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফরমের সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিলটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি ইন্তাজ আলী, জেলা ছাত্রদলের যগ্ম-আহ্বায়ক শাহাজাহান খান ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শমসের আলী, জেলা যুবদল সদস্য আরিফ হোসেন, মঞ্জু, মালেক প্রমুখ।