মেধাসম্পন্ন জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই

দামুড়হুদা জয়রামপুরে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে নজরুল মল্লিক
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা জয়রামপুরের কৃতিসন্তান লাল মোহাম্মদের স্মরণে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জয়রামপুর কলোনিপাড়া যুবসমাজের উদ্যোগে জয়রামপুর ডাক্তারপাড়া ডায়মন্ড একাদশ ও ছোটদুধপাতিলা ক্রিকেট একাদশেল মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। জয়রামপুর ডাক্তারপাড়া ডায়মন্ড একাদশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। ৯৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছোটদুধপাতিলা ক্রিকেট একাদশ ৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান সংগ্রহ করে। জয়রামপুর ডাক্তারপাড়া ডায়মন্ড একাদশের হাসান খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। লাল মোহাম্মদের ছোটভাই বিএনপি নেতা পিয়ার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল মল্লিক বলেন, সুস্থ, সবল এবং মেধাসম্পন্ন জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। যেখানেই খেলাধুলার আয়োজন করা হোক আমাকে দাওয়াত দিলে আমি অবশ্যই আসবো এবং সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড আবু তালেব, আ.লীগ নেতা জাকির হোসেন, আফজালুর রহমান বুলু, যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, আরিফুল, সাইদুল, ইনতাজ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন ইয়াছিন আলী।

Leave a comment