দায়

আহাদ আলী মোল্লা

কৃষক-চাষির পাট শুকোলো মাঠ শুকোলো
ধানের ক্ষেতে লাগলো পোকা
তাই তো এখন তারা বোকা।

অবিক্রিত পাট রয়েছে কী হবে তা
দাম নেই তার বাজার হাটে
টেনশনে দিন রাত্রি কাটে।

কর্জ আছে দোকান ঘরে মহাজনের কাছে
খাতায় আছে ঋণের টাকা
কিন্তু সবার পকেট ফাঁকা।

আবাদ করে লোকসানে যায় খাটনি বৃথা
দাম দরে খুব হচ্ছে ঠকা
বলতে গেলেও খাচ্ছি বকা।

রাত কাটে তো দিন কাটে না উপায় খুঁজি
এবার বুঝি হারাই পুঁজি হায়
চাষি হয়ে বাঁচাই এখন দায়।

সূত্র: (মেহেরপুরে ২ লাখ মণ পাট অবিক্রিত)
১০.০৩.২০১৮