জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলীতে গোয়াল ঘরে আগুন লেগে ঝলসে গেছে হালের দুটি বলদ। আগুনে ভস্মীভূত হয়েছে আসবাবপত্রসহ ৩০ হাজার টাকার মালামাল। গত শুক্রবার রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উথলী মোল্লা বাড়ির শফি সর্দ্দারের ছেলে তাহাজ্জত মিয়ার বাড়ির গোয়ালঘরে আগুন লাগে। মশার কবল থেকে গরুকে রক্ষা করতে তিনি গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়েছিলেন। মশার কয়েল থেকে সৃষ্টি হয় আগুন। এ আগুনে গোয়ালে থাকা ২টি গরু পুড়ে ঝলসে যায়। এছাড়াও পাশ্ববর্তী ঘরে থাকা আসবাবপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যুগল বিশ্বাস অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন।