চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা : ধস্তাধস্তির পর সমঝোতা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগীর লোকের সাথে অ্যাম্বুলেন্স চালকের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রোগীর সাথে থাকা আল আমিন নামের ওই ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখার একপর্যায়ে হাসপাতালের আরএমওর হস্তক্ষেপে পুলিশের উপস্থিতিতে উভয়ের মধ্যে সমঝোতা হয়। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মেহেরপুর বাড়াদির সাবেক সেনা সদস্য আল আমিন তার বোন রোগী আতানুর খাতুন (৪৫) ও শিশু কন্যা তোয়াকে সাথে নিয়ে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। দুপুর ২টার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নেয়ার সময় সেখানে ছিলেন অ্যাম্বুলেন্সের চালক স্বপন। উচ্চস্বরে কথা বলা নিয়ে স্বপনের সাথে রোগীর সাথে থাকা আল আমিনের মতবিরোধ দানা বাঁধে। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। চালক স্বপনকে রক্ষা করে তার সহকর্মীরা আল আমিনকে জরুরি বিভাগেই আটকে ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করে। খবর পেয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার উপস্থিত হন। পুলিশের উপস্থিতিতে উভয়ের মধ্যে সমঝোতা করিয়ে দেন তিনি। এ সময় সাবেক সেনা সদস্য বলেন, উচ্চস্বরে কথা বলার কারণে রোগীর অসুবিধা হচ্ছে বলে জানাতেই ওরা যে এভাবে আমার ওপর রুখে দাঁড়াবে বুঝিনি। স্বপন বলেছেন, কিছু বুঝতে বুঝতেই উনি রুখে আসেন। এ কারণে আমরা প্রতিবাদ করেছি।