চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের হেললাকে ফেনসিডিলসহ আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের হেললাকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ হেলালকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত পুটে মিস্ত্রির ছেলে হেলাল এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ির ইনচার্জ ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হেলালকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। এ সময় উদ্ধার করা হয় ৩০ বোতল ফেনসিডিল।