স্টাফ রিপোর্টার: যখন সংসারে এসেছে স্বচ্ছলতা, প্রায় সকলের মুখেই ফুটেছে হাসি, ঠিক সেই সময় কুয়েত প্রবাসী ছেলের পাঠানো ক্ষিরখেজুরের বীজ লাগাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মারা গেলেন মা আসমা খাতুন। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা সদরের ঠাকুরপুরস্থ নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। কুয়েত প্রবাসী ছেলে আফিল উদ্দীন ফিরলে আসমা খাতুনের লাশ দাফন করা হবে। ফলে মৃতদেহ রাখা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হিমঘরে। তবে কবে নাগাদ ছেলে ফিরতে পারবেন তা নিশ্চিত করে জানা যায়নি। বিমানের টিকিট পাওয়ার ওপর নির্ভর করছে ছেলের দেশে ফেরা। তবে প্রাথমিকভাবে জানা গেছে, টিকিট পেয়ে বিমানে উঠতে তিন দিনের মত সময় লেগে যেতে পারে। আসমা খাতুন চুয়াডাঙ্গা ঠাকুরপুরের আছির উদ্দীনের স্ত্রী। সাংবাদিক খাইরুজ্জামান সেতুর ফুফু। আসমা খাতুনের মৃত্যতে দৈনিক মাথাভাঙ্গা পরিবার শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।