বেগম জিয়ার নিঃশ্বর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা-মেহেরপুরে অবস্থান কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে কেন্দ্রীয় এ কর্মসূচি পালিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন বলেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে আর কোনো ষড়যন্ত্র হলে আগামীদিন স্থানীয়ভাবে জেলা বিএনপি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি গ্রহণ করবে। এ সময় নেতা-কর্মীরা হাত তুলে তার এ আহ্বান সাড়া দেন।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন এক প্রেসবিজ্ঞপ্তিতে জনিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা। উপস্থাপনা করেন জেলা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, রবিউল ইসলাম লিটন, যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামন মোখলেছ, আরিফুজ্জামান পিন্টু, আতিয়ার রহমান লিটন, হাজি রবিউল মল্লিক, মামুন রেজা সবুজ, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক এমএ তালহা, যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন মাস্টার, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি ডালিম হোসেন, যুবদল নেতা মাগরিবুর রহমান, বিএনপি নেতা রুবেল হোসেন, সাগর মিয়া, আহসান হাবিব মুক্তি, বকুল হোসেন, আজাদুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে, কেদারগঞ্জস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা মৎসজীবী দলের আহাবায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিলটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক রাজিব খান, শাহজাহান খান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক মিনহাজ উদ্দীন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ সেলিম, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন আলী, জেলা তরুন দলের যুগ্মআহবায়ক সাইদুর রহমান, পৌর যুবদলের যুগ্মআহবায়ক সালমান হক উজ্জ্বল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় শহরে মেহেরপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে হাজারো নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে মাসুদ অরুন তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে আর কোনো ষড়যন্ত্র হলে আগামীদিন স্থানীয়ভাবে জেলা বিএনপি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি গ্রহণ করবে। এ সময় নেতা-কর্মীরা হাত তুলে তার এ আহ্বানে সাড়া দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছার-উল হক ও শেখ সাঈদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (গাংনী) জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সদর) রোমানা আহমেদ রুমা, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আবু সুফিয়ান হাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির যুগ্মসম্পাদক আব্দুল আওয়াল, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- দিয়ে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত। এর প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে দলটি। এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।