কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে ছাইম (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফারাকপুর রেলগেটের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার পৌর এলাকা ফারাকপুর গ্রামের জফির শাহ’র ছেলে।
ভেড়ামারা থানার এসআই রিফাজ উদ্দিন জানান, একসাথে মোটরসাইকেলযোগে ৩জন বাড়ি ফিরছিলো এ সময় চালক আমজাদ মোড় ঘুরতেই স্বজোরে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা দেয়। গুরুত্বর আহত ছাইমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ সময় হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ২জন জিয়ারুল (৩৫) ও আমজাদ (৩৬) কে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে নিহতের লাশের ময়নাদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।