ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের নতুন কোর্টপাড়ার র্যাব-৬’র সফল অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার। গতকাল বৃহস্পতিবার দুুপুরে ঝিনাইদহ র্যাব-৬’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি খোদাদাদ হোসেনের নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন নতুন কোর্টপাড়ার জনৈক তাহেদুল ইসলামের বাড়ির উত্তরপূর্ব কোনায় কাচা রাস্তার ওপর থেকে নগরবাথান হবি চেয়ারম্যানপাড়ার মৃত ছবদুল হোসেনের ছেলে মাদকব্যবসায়ী লালনকে গ্রেফতার করে। লালনের দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই উদ্ধারকৃত আলামত ও আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। লালনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।