চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে কার্গো নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা : আহত ১

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে কার্গো নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলপার আহত হয়েছে। গত বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে চট্টগ্রাম থেকে মালবাহী কার্গো মেহেরপুরের উদ্দেশে যাচ্ছিলো। আর চালকের আসনে হেলপার বসেছিলো। পাশেই বসে ঘুমাচ্ছিলো চালক। গত বুধবার দিনগত রাত ২টার দিকে সরোজগঞ্জ বাজারে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। এসময় হেলপার যশোর জেলার শাহীনের ছেলে আব্দুল জব্বার গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জব্বারকে উদ্ধার করে বাম পা ভাঙা অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।