স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগতিার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সকালে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। পরে বিদ্যালযের শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো, ব্যাঙ দৌড়, নৃত্য, দেশগানসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিকেল ৩টায় পুরস্কার বিতরণ শুরু করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ নূর-ই-আলম মোর্শেদা। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি ক্ষুদে সোনামণিদের উদ্দেশে বলেন, খেলায় হার জিত থাকবে। অংশগ্রহণই বড় কথা। তিনি চ্যাম্পিয়ন, রানারআপসহ যারা খেলায় অংশ নিয়েছে প্রত্যেককে ধন্যবাদ জানান। জেলা প্রশাসক অভিভাবকদের বলেন, আপনারা আপনার সন্তানদের একা চলতে দিন। সঠিক সময়ে বিদ্যালয়ে আপনার সন্তানকে পৌঁছে দিবেন, এরপর আপনার দায়িত্ব শেষ। ছুটির আগ পর্যন্ত শিক্ষকরাই আপনার সন্তানের দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি আমজাদুল ইসলাম চনচল, সদস্য রিপন আলী, রোমানা আক্তার, শাজাহান খান, মুস্তাক আহমেদ, বিপ্লব ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্মসম্পাদক বিপুল আশরাফ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক সরোয়ার হোসেন। পরে ৭৭টি ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।