স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. আলহাজ জোয়াদ আলীকে চিকিৎসা কল্যাণ তহবিল থেকে ১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ অসুস্থ অ্যাড. আলহাজ জোয়াদ আলীর হাতে ১ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মিসেস জোয়াদ আলী ও বারের সহসভাপতি সিরাজুল ইসলাম। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ জানান, বারের সিনিয়র আইনজীবী জোয়াদ আলী কিডনি রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য জেলা আইনজীবী সমিতির চিকিৎসা কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতা করা হলো। আমি তার দ্রুত রোগ মুক্তি কামনা করছি।