আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ীসহ ৫জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাগদাহ ও হারদী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলা হারদী গ্রামের শেখপাড়ার ছনে মোল্লার ছেলে মুইট ও একই গ্রামের মাদার শেখের ছেলে মিন্টু শেখ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজাসেবন করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হারদী গ্রামের মধ্যে দুজন গাঁজাসেবন করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর ক্যাম্পের ইনচার্জ এএসআই আসাদ অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তাদেরকে আটক করে থানায় নেয়। অপর দিকে উপজেলার নাগদাহ এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের আনোয়ার আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী রাজীব দীর্ঘদিন ধরে নাগদাহ এলাকায় এসে ব্যবসা করে। গতকাল বৃহস্পতিবার গড়চাপড়া গ্রামের রুহুল আমীনের ছেলে রোহান, একই গ্রামের তোফাজ্জেলের ছেলে সোহাগ নাগদাহ মাঠে রাজীবের নিকট গাঁজা কিনতে যায়। এসময় আলমডাঙ্গা থানার এএসআই খালেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকের পর রাজীবের নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আজ তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।