আলমডাঙ্গা ডাউকি বিনোদপুর বাজারে কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস
স্টাফ রিপোর্টার: গতকাল বুধরার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ডাউকি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং বিনোদপুর বাজারে কর্মীসমাবেশ করেন। কর্মীসমাবেশে আশাদুল হক বিশ্বাস বলেন, দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই এ দেশের উন্নয়ন সম্ভব। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক এদেশের উন্নয়নের ধারা রুখতে পারবে না। দেশের জনগণ এখন উন্নয়ন চায় শান্তি চায় সকল অপশক্তির প্রতি আমাদের এক সাথে রুখে দ্বারাতেই হবে এ আমাদের দেশের জন্য এ আমাদের নতুন প্রজন্মের জন্য। আসুন এ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তুলতে আবারও নৌকা মার্কাকে জয়যুক্ত করি। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, সদস্য মুকুল আলী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাহাবুল হক, মিলন, লিঠু, আমিরুল, আশরাফুল, মাহাবুল, বিপুল, রনি, লাল্টু, পিয়াস, রিপন, রাজু, আতিক, আলম, বিপুল, মধু, খোদা বক্স, খোকন, সজিবুর রহমান, সবুজ, সুইট, মাসুম, ইমু, রিজিক, গোলজার হোসেন প্রমুখ।