ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালিত : ঢাকায় প্রধানমন্ত্রী
মাথাভাঙ্গা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা একাত্তরে গণহত্যা চালিয়ে ছিলো তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জাতিরপিতা। কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করেনি যারা তাদেরকে পরবর্তীতে জাতিরপিতার হত্যার পর পুনর্বাসিত করা হয়েছিলো। তিনি বলেন, জাতিরপিতার নামটি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না। ৭ মার্চের ভাষণ ইউনেসকো স্বীকৃতি দিয়েছিলো। আড়াই হাজার বছরের ভাষণের ইতিহাসের মধ্যে এই ভাষণ অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। গতকাল বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ করা হয়েছিলো, বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিলেন। এদেশের মানুষ ছিলো শোষিত বঞ্চিত, তাদের রাজনৈতিক অধিকারের জন্য জাতিরপিতা সংগ্রাম করেছেন। বাংলার মানুষের জন্য তিনি জীবন উৎসর্গ করে গেছেন। তিনি বলেন, দেশ স্বাধীনের পর সাড়ে তিন বছরে একটি প্রদেশ, সেটাকে রাষ্ট্রে উন্নীত করা, বিশ্বের দেশগুলো থেকে স্বীকৃতি আনা, বঙ্গবন্ধু তা করেছিলেন।
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন চন্দন, ত্রাণ বিষয়ক সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার টেংরা, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, শিল্পী জোয়ার্দ্দার, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুবলীগ নেতা রায়হান, পাভেল জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাহাবুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক অর্থবিষয়ক সম্পাদক রিমন হোসেন, ছাত্রলীগ নেতা মন্টা, অয়ন জোয়ার্দ্দার, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়খ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রপরিষদ আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, রিগান প্রমুখ।
চুয়াডাঙ্গায় ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, ভূমি বিষয়ক সম্পাদক ডাবলু, সদস্য তুহিন ইসলাম রানা, দয়াল ম-ল, রাব্বি, রাকু, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্মআহ্বায়ক আলো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, দফতর সম্পাদক শেখ সামি তাপু প্রমুখ।
বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাসদের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড, আকসিজুল ইসলাম রতন, সহসভাপতি আশরাফুল হক, দফতর সম্পাদক আছিরুল ইসলাম কলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লাভলু রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা এলিনা পারভিন, অর্থবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান, দামুড়হুদা উপজেলা জাসদ সভাপতি মইনুদ্দিন, আলমডাঙ্গা পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম, গাংনী ইউনিয়ন জাসদের সভাপতি মাহাবুব হোসেন, জাসদ নেতা ডা. মাহাফুজ, রমজান আলী, হিরোক উদ্দিন রাহুল, হারুন অর রশিদ, আব্দুল আল মামুন, ওয়াজেদ আলী প্রমুখ।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপলক্ষে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গাতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে প্রতিষ্ঠান ক্যাম্পাসে ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। রেজিস্টার ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইমরোজ মোহাম্মদ সোয়েবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, ইংরেজি বিভাগের লেকচারার আমিরুল ইসলাম জয়, নাজমুল হক, সমাজ বিজ্ঞান বিভাগের লেকচারার রেজওয়ান হাসান খান চৌধুরী প্রমুখ।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে উপলক্ষে র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলোর মানুষ হাজি আব্দুল্লাহ শেখ। বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া সহকারী গ্রন্থাগারিক জহুর রায়হান একাদশ শ্রেণির ছাত্র বিদ্যুত, রাব্বি আল আমিন প্রমুখ।
অপরদিকে, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শওকত আলী। প্রধান অতিথি ত ছিলেন ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু সালেহ, অবসর প্রাপ্ত শিক্ষক জুড়োন আলী শেখ, তেতুল শেখ কলেজ পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন মহর, পরিচালনা কমিটির সদস্য আবুর কাশেম ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রুবিনা খাতুন আখিতারা খাতুন, এ্যানি খাতুন, রিপা জাহান ফাইরুজ, নুশরাত জাহান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল। দোয়া পরিচালনা করেন শিক্ষক মোমতাজুল ইসলাম।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক রোকনুজ্জামান, রাশিদুল ইসলাম, লোকমান হোসেন, অভিভাবক সদস্য তাহাজদ্দিন, ছাত্রী মায়া, দিশা প্রমুখ। এছাড়াও ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার সকাল ১০টায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা, কবিতা আবৃত্তি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আবৃত্তি। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, সিনিয়র শিক্ষক আলী বাসার, আবুল হোসেন, আ.কুদ্দুস, আজিজুল হক, সাজেদুর রুহমান, ওয়াজেদ আলী, শাহাবুদ্দিন, শাহানাজ পারভীন, শেফালী বেগম, মাসুদ রানা প্রমুখ।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গার বদরগঞ্জ ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষক আনারুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, শ্রী মহাদেবচন্দ্র, আলিমুদ্দি নস্কার প্রমুখ। এছাড়াও এ দিবসটি উপলক্ষে বদরগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বদরগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাজা মিয়া, সদস্য জনি আহমেদ, রাশেদ মিয়া ও সাগর আহমেদ প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, দিবসটি উপলক্ষে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান বিকেলে আলোচনাসভা অনুষ্ঠিত। আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টার দিকে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষণের ওপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল¬া। উপস্থাপনা করেন সাবেক ছাত্রনেতা জাফর চেয়ারম্যান। সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দর্যালি, বঙ্গবন্ধু ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফুল কবীর, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, অগ্নিসেনা মুক্তিযোদ্ধা শেখ মইনুদ্দিন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আবাসিক প্রকৌশলী গোলাম নবী, সমাজসেবা অফিসার আবু তালেব, হিসাবরক্ষণ কর্মকর্তা জেডএম দিদার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, বিআরডিবির কর্মকর্তা সায়লা শারমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।
অপর দিকে দিনটি উপলক্ষে সকাল ১০টায় এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে র্যালি শেষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দ. শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক আহসান হাবীব, সাবলুর রহমান, আব্দুস সালাম। শিক্ষক আকরাম আলীর উপস্থাপনায় রকিবুল আনোয়ার, সাজ্জাদ হোসেন, শিরিনা আক্তার, মেসকাত আরা, রহিমা খাতুন, কাকলী রানি সরকার, সিরাজুল ইসলাম।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় সকাল ৯টার দিকে পৌর আ.লীগের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে দর্শনা চটকাতলায় অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত আলোচনাসভা। আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা বিল্লাল হোসেন, আজাদ হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগ নেতা সোলাইমান কবির, হবা জোয়ার্দ্দার, অহিদুল ইসলাম, মামুন শাহ, শাহীন, শহিদুল, হাফিজ, আশরাফুল ইসলাম। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, লোমান, আলামিন, রায়হান, প্রভাত, অপু সরকার, মোহাম্মদ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বিভিন্ন সংগঠন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের বাসভবনস্থ কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এরপরে জেলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বসিরা পলি, সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা ম-ল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ।
এদিকে বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বিশেষ আলোচনাসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. শাজাহান আলী, যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শাহ জামাল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুতশোভা ম-লসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শ্বাশত নিপ্পুন।
এদিকে রাতে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল। বক্তব্য রাখেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি আ.লীগ নেতা আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক যুবলীগ নেতা জাহিদ ইকবাল শিমন, সহসভাপতি যুবলীগ নেতা শেখ মোমিন, দফতর সম্পাদক সদর থানা যুবলীগের সদস্য আবু হোসেন কাকন প্রমুখ।
এদিকে বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিউর রহমান বকুল, সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এস এম রাসেল, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান জনি প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দিনটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকনের উদ্যোগে এ উপজেলার প্রতিটি গ্রামে মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হয়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষণ বাজানো ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপরে নির্মিত বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন। উপস্থিত ছিলেন পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, কাথুলী ইউপি আ.লীগ সম্পাদক মোজাম্মেল হক, বামন্দী ইউপি আ.লীগ সম্পাদক ওবাইদুর রহমান কোমল, যুবলীগ নেতা মাছুম-উল হক মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবুল বাসারসহ নেতৃবৃন্দ। এদিকে গাংনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষণ মাইকে বাজানো ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকালে বাসস্ট্যান্ডে পৌর এলাকার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, পল্লী সঞ্চয় ব্যাংক মুজিবনগর উপজেলা শাখার আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় এ উপলক্ষে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার র্যালির নেতৃত্ব দেন। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনাসভায় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (চ.দা.) জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবনগর মেজবাহউদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রসেনজিত কুমার ঘোষ ও পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড সুপারভাইজার রবিউল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সকালে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, মকবুল হোসেন, আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এমএ হাকিম, দফতর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, তথ্য ও গবেষণা সম্পাদক কৃষ্ণ পদ দত্ত, আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার খান সউদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগের সকাল সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের প্রত্যন্ত এক গ্রামে ব্যতিক্রমী আয়োজনে পরিবেশন করা হল জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার নরহরিদ্রা গ্রামে ব্যতিক্রমী এ আয়োজন করে স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওই গ্রামের দশরথ কু-ু, মোশাররফ হোসেন, সুশান্ত অধিকারী, শওকত হোসেন কেরামত খাঁ, শ্যামল কুমার। বঙ্গবন্ধু প্রতিকৃতি তৈরি করে বিশেষ পদ্ধতির মাধ্যমে ভাষণের সাথে সাথে তা পরিচালনা করা হয়। সেদিনের সেই ঐতিহাসিক ভাষণ যেন ফুটে উঠেছে নরহরিদ্রা স্কুলমাঠে। ওই গ্রামের শ শ মানুষ বঙ্গবন্ধুর ভাষণ দেখতে ও শুনতে ছুটে এসেছিলো বিদ্যালয় প্রাঙ্গণে। পরে গ্রামবাসীর আয়োজনে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধের ডিসপ্লে¬।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবু দাউদ, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাস, জামাল উদ্দীন, মশিউর রহমান, আব্দুস সামাদ, আলমগীর প্রমুখ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুরে সাবেক এমপি পারভীন তালুকদার মায়া’র উদ্যোগে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় তার সাথে ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদ, পৌর আ.লীগের সভাপতি অমল কুমার কু-ু, ঝিনাইদহ জেলা কৃষকলীগের যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহেশপুর পৌরসভার কাউন্সিলর হাশেম আলী পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক এমআর আশিক, জেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল প্রমুখ।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, মিরপুরে সদরপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার উদ্যোগে আলোচনাসভার আয়োজনে করা হয়। সভাপতিত্ব করেন সহকারী সুপার আব্বাস উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কাঞ্চন কুমার, আবু হেনা মস্তফা কামাল, হাবিবুর রহমান প্রমুখ।