দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গতকাল বুধবার দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেনের নেতৃত্বে এসআই তপন কুমার নন্দী, এএসআই সবেদ আলী ও এএসআই কার্ত্তিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলো-দামুড়হুদা উজিরপুরের খালেক মল্লিকের ছেলে নাজমুল হক মল্লিক (৩০), মুন্সীপুরের দলিল উদ্দীনের ছেলে আবুল হোসেন (৪০), একই গ্রামের মৃত রহমত শেখের ছেলে খলিল (৩৮), আমির হোসেনের ছেলে পিজির আলী (৩৯), চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়া গ্রামের শামসুলের ছেলে আবুল কালাম (৪০), দর্শনা দক্ষিণ চাঁদপুরের নুরুল হকের ছেলে মালেক (৩৮), একই গ্রামের মনিরুলের মেয়ে মুন্নীজান (৩০), পীরপুরকুল্লাহ গ্রামের মৃত পটল বিশ্বাসের ছেলে আমির হোসেন (৩৬) এবং ঢাকা মানিকগঞ্জ সিংড়ায়ের মৃত বদর উদ্দীনের ছেলে সালাউদ্দীন (৪২)।
দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেছেন, আটক উজিরপুরের নাজমুল একটি নারী ও শিশু নির্যাতন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামি। সে দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ ভারতের বোম্বে শহরে পালিয়েছিলো। গতকাল সে বাড়িতে এসেছে এমন গোপন সংবাদ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।